মাইগ্রেন বা মাথাব্যথার চিকিৎসা - homeopathy
মাইগ্রেন বা মাথাব্যথার চিকিৎসা করতে গিয়ে মাথাব্যথার কারন সর্ম্পকে আগে জানুন এবং ঐ কারন সহ বর্তমান লক্ষণের সংযোগ ঘটিয়ে ঔষুধ নির্বাচনে সচেষ্ট হোন। ঠান্ডালাগা, সর্দি, মস্তিস্কে রক্ত ক্ষয় আঘাত, রৌদ্র প্রভৃতি অনেক কারণে মাথাব্যথা হয়। সেই কারণে যদি সঠিক ভাবে নির্ণীত হয় তাহলে সহজেই তা সদৃশধর্মী ঔষুধ সেরে যাবে।
ঠান্ডা লেগে মাথাব্যথা -
শীতল ঠান্ডা বাতাস লেগে মাথাব্যথা হলে বেলেডোনা Belladonna Homeopathy medicine, আর্সেনিক এল্বাম, চায়না, নাক্সভমিকা (Homeopathy medicine) প্রভৃতি প্রধান ঔষুধ। মাথায় ঠান্ডা বাতাস লোগে ব্যথা, দপদপানী, সবিরাম প্রকৃতির ব্যথা, অর্থ্যাৎ কিছুক্ষন পর পর ব্যথা, মুখমন্ডল আরক্তিম, মাথা উত্তপ্ত, চোখ মুখ যেন জ্বল জ্বল করে মাথা নাড়লে ব্যথা আরো বাড়ে, শুধু টুপীতে বা কাপড়ে আবৃত রাখলে আরাম পায় লক্ষনে বেলেডোনা Belladonna Homeopathy medicine, কার্য্যকর।
মাথায় ঠান্ডা বাতাস লেগে ব্যথা, মাথা আবৃত রাখতে পারে না, বাতাস লাগলে বা ঠান্ডা প্রয়োগে শীতরোধ হলেও মাথাব্যথা কমে, আর্সেনিক জ্ঞাপক মাথাব্যথায় জ্বালাসহ বিদ্ধবৎ যন্ত্রনা ও জ্বালাকর অনুভুতি হলে আর্সেনিক এল্বাম Homeopathy medicine কার্য্যকর।
দর্বল ব্যাক্তি বিশেষের ঠান্ডা লাগা জনিত মাথাব্যথা, মাথা ছুইতে পারে না, তবে জুরে চাপনের ফলে আরাম লাগে এক্ষেত্রে চায়না Homeopathy medicine কার্য্যকর।
ঠান্ডা লেগে মাথা পিছন থেকে মাথাব্যথা উঠে তালূ পযর্ন্ত, এমনকি ডান চোখের উপর পযর্ন্ত এসে স্থির হয়, রোগী ঠান্ডা সহ্য করতে পারে না, মাথা আবৃত রাখতে চায় লক্ষনে সাইলিশিয়া Homeopathy medicine অন্যতম।
ঠান্ডা লেগে বদ্ধ ঘরে নাক আবদ্ধ থাকে মুক্ত বাতসে নাক খুলে যায়, শীতকাতর, তোষ্ঠবদ্ধ রোগীর ক্ষেত্রে নাক্স ভমিকা Homeopathy medicine অন্যতম।
মাথাব্যথা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ব্যথা হয়, পড়তে গেলে মাথাব্যথা করে, উদাসীন সহজে কান্নাপায় ঋতুস্রাবের গোলযোগ, জরায়ুর বিভিন্ন সমস্যা জনিত কারনে মাথাব্যথা হলে সিপিয়া Homeopathy medicine অন্যতম।
ঠান্ডা লেগে মাথাব্যথা -
শীতল ঠান্ডা বাতাস লেগে মাথাব্যথা হলে বেলেডোনা Belladonna Homeopathy medicine, আর্সেনিক এল্বাম, চায়না, নাক্সভমিকা (Homeopathy medicine) প্রভৃতি প্রধান ঔষুধ। মাথায় ঠান্ডা বাতাস লোগে ব্যথা, দপদপানী, সবিরাম প্রকৃতির ব্যথা, অর্থ্যাৎ কিছুক্ষন পর পর ব্যথা, মুখমন্ডল আরক্তিম, মাথা উত্তপ্ত, চোখ মুখ যেন জ্বল জ্বল করে মাথা নাড়লে ব্যথা আরো বাড়ে, শুধু টুপীতে বা কাপড়ে আবৃত রাখলে আরাম পায় লক্ষনে বেলেডোনা Belladonna Homeopathy medicine, কার্য্যকর।
মাথায় ঠান্ডা বাতাস লেগে ব্যথা, মাথা আবৃত রাখতে পারে না, বাতাস লাগলে বা ঠান্ডা প্রয়োগে শীতরোধ হলেও মাথাব্যথা কমে, আর্সেনিক জ্ঞাপক মাথাব্যথায় জ্বালাসহ বিদ্ধবৎ যন্ত্রনা ও জ্বালাকর অনুভুতি হলে আর্সেনিক এল্বাম Homeopathy medicine কার্য্যকর।
দর্বল ব্যাক্তি বিশেষের ঠান্ডা লাগা জনিত মাথাব্যথা, মাথা ছুইতে পারে না, তবে জুরে চাপনের ফলে আরাম লাগে এক্ষেত্রে চায়না Homeopathy medicine কার্য্যকর।
ঠান্ডা লেগে মাথা পিছন থেকে মাথাব্যথা উঠে তালূ পযর্ন্ত, এমনকি ডান চোখের উপর পযর্ন্ত এসে স্থির হয়, রোগী ঠান্ডা সহ্য করতে পারে না, মাথা আবৃত রাখতে চায় লক্ষনে সাইলিশিয়া Homeopathy medicine অন্যতম।
ঠান্ডা লেগে বদ্ধ ঘরে নাক আবদ্ধ থাকে মুক্ত বাতসে নাক খুলে যায়, শীতকাতর, তোষ্ঠবদ্ধ রোগীর ক্ষেত্রে নাক্স ভমিকা Homeopathy medicine অন্যতম।
মাথাব্যথা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ব্যথা হয়, পড়তে গেলে মাথাব্যথা করে, উদাসীন সহজে কান্নাপায় ঋতুস্রাবের গোলযোগ, জরায়ুর বিভিন্ন সমস্যা জনিত কারনে মাথাব্যথা হলে সিপিয়া Homeopathy medicine অন্যতম।
Comments
Post a Comment