Posts

মাইগ্রেন বা মাথাব্যথার চিকিৎসা - homeopathy

মাইগ্রেন বা মাথাব্যথার চিকিৎসা করতে গিয়ে মাথাব্যথার কারন সর্ম্পকে আগে জানুন এবং ঐ কারন সহ বর্তমান লক্ষণের সংযোগ ঘটিয়ে  ঔষুধ নির্বাচনে সচেষ্ট হোন। ঠান্ডালাগা, সর্দি, মস্তিস্কে রক্ত ক্ষয় আঘাত, রৌদ্র প্রভৃতি অনেক কারণে মাথাব্যথা হয়। সেই কারণে যদি সঠিক ভাবে নির্ণীত হয় তাহলে সহজেই তা সদৃশধর্মী  ঔষুধ সেরে যাবে। ঠান্ডা লেগে মাথাব্যথা - শীতল ঠান্ডা বাতাস লেগে মাথাব্যথা হলে বেলেডোনা  Belladonna Homeopathy medicine , আর্সেনিক এল্বাম, চায়না, নাক্সভমিকা    (Homeopathy medicine)  প্রভৃতি প্রধান ঔষুধ। মাথায় ঠান্ডা বাতাস লোগে ব্যথা, দপদপানী, সবিরাম প্রকৃতির ব্যথা, অর্থ্যাৎ কিছুক্ষন পর পর ব্যথা, মুখমন্ডল আরক্তিম, মাথা উত্তপ্ত, চোখ  মুখ যেন জ্বল জ্বল করে মাথা নাড়লে ব্যথা আরো বাড়ে, শুধু টুপীতে বা কাপড়ে আবৃত রাখলে আরাম পায় লক্ষনে বেলেডোনা  Belladonna Homeopathy medicine ,   কার্য্যকর।  মাথায় ঠান্ডা বাতাস লেগে ব্যথা, মাথা আবৃত রাখতে পারে না, বাতাস লাগলে বা ঠান্ডা প্রয়োগে শীতরোধ হলেও মাথাব্যথা কমে, আর্সেনিক জ্ঞাপক মাথাব্যথায় জ্বালাসহ বিদ্ধবৎ যন্ত্র...

সাইলিশিয়া Homeopathy medicine Salacia

Image
Homeopathy medicine মাথার পিছনভাগ থেকে ব্যথা শুরু হয়ে উপর দিকে বেয়ে উঠে এবং শেষে ডান চক্ষুতে স্থায়ী হয়। চাপনে, শক্ত করে মাথা বাধঁলে, প্রচুর প্রশ্রাবে ব্যথা কমে। সাইলিশিয়া অতীব শীতকাতর, মাথায় ঠান্ডা সহ্য হয় না। মাথায় আবরন রাখতে চায়। 

জেলসিমিয়াম - Gelsemium Homeopathy medicine

Image
Homeopathy medicine Gelsemium Homeopathy medicine - জেলসের মাথাব্যথা মেরুদন্ডের উপর ভাগ থেকে শুরু হলে পরে সমস্ত মাথায় ছড়ায়, মাথা যেন ফেটে যাবে। উচুঁ বালিশে শুলে, প্রচুর প্রশ্রাব হলে উপশম হয় । ব্যথার তীব্র তায় বমি হয় কিন্তুু বমিতে ব্যথা কমেনা বরং আরো বৃদ্ধি পায়। প্রচন্ড স্নায়বিক ও ভীতু, অমঙ্গল আশংকায় শরীর কাঁপে এবং দেহে ভীতিকর উত্তেজনা জনিত উদরাময় বা বমন দেখা দিতে পারে। 

ল্যাকেসিস ও নেট্রাম কার্ব Homeopathy medicine

Image
Homeopathy medicine রৌদ্র লেগে মাথাব্যাথা করলে ল্যাকেসিস ও নেট্রাম কার্ব অন্যতম ঔষুধ। ল্যাকেসিস ব্যথা নিদ্রান্ত বৃদ্ধি পায় অন্যদিকে নিদ্রায় উপশম হলে গ্লোনয়ন উত্তম। নেন্টাম কার্বে মাথাব্যথা সূর্যতাপে বৃদ্ধি হয় তবে মাথায় ঠান্ডা সহ্য হয় না। বেলেডোনায় দপদপানীযুক্ত মাথাব্যথা,চোখ মুখ আরক্তিম থাকে কিন্তুু নেট্রাম কার্বের মাথাব্যথা স্নায়বিক প্রকৃতিক, বেলেডোনায় ন্যায় সবিরাম প্রকৃতির নহে, দপদপানী লক্ষন নেন্টাম কার্বে নেই। 

বেলেডোনা - Belladonna Homeopathy medicine

Image
Homeopathy medicine বেলেডোনাঃ (Belladonna Homeopathy medicine) মাথায় রৌদ লাগলে মাথাব্যথা শুরু হয় এর জন্য বেলেডোনা ও গ্লোনয়ন অন্যতম। মাথায় ঠান্ডা প্রয়োগে আরাম লক্ষনে গ্লোনয়ন এবং ঠান্ডায় বৃদ্ধি পায়, মাথায় কাপড় বা আবরণ দিলে আরাম পেলে বেলেডোনা। ব্যাথায় মাথা নাড়তে চাড়তে পাবেনা, নাড়াছড়া করলে ব্যাথা বেড়ে যায় বা যন্ত্রনা। এই ক্ষেত্রে গ্লোনয়ন ভালো কাজ করে। 

আর্জেন্ট নাইট - Urgent Night Homeopathy medicine

আর্জেন্ট নাইটঃ (Urgent Night Homeopathy medicine ) তীব্র মাথাব্যথা, মাথার অভ্যান্তরীত বাম পার্শ্বে  ঘাঁই মারা বা খোঁচান প্রকৃতির ব্যথা, দড়ি দিয়ে বেধেঁ রাখলে একটু কমে, আবার বমি হলে জোরে চাপলে উপশম হয়। এমন অবস্থায় আর্জেন্ট নাইট হোমিওপ্যাথিক ঔষুধ কার্ষকর।