মাইগ্রেন বা মাথাব্যথার চিকিৎসা - homeopathy
মাইগ্রেন বা মাথাব্যথার চিকিৎসা করতে গিয়ে মাথাব্যথার কারন সর্ম্পকে আগে জানুন এবং ঐ কারন সহ বর্তমান লক্ষণের সংযোগ ঘটিয়ে ঔষুধ নির্বাচনে সচেষ্ট হোন। ঠান্ডালাগা, সর্দি, মস্তিস্কে রক্ত ক্ষয় আঘাত, রৌদ্র প্রভৃতি অনেক কারণে মাথাব্যথা হয়। সেই কারণে যদি সঠিক ভাবে নির্ণীত হয় তাহলে সহজেই তা সদৃশধর্মী ঔষুধ সেরে যাবে। ঠান্ডা লেগে মাথাব্যথা - শীতল ঠান্ডা বাতাস লেগে মাথাব্যথা হলে বেলেডোনা Belladonna Homeopathy medicine , আর্সেনিক এল্বাম, চায়না, নাক্সভমিকা (Homeopathy medicine) প্রভৃতি প্রধান ঔষুধ। মাথায় ঠান্ডা বাতাস লোগে ব্যথা, দপদপানী, সবিরাম প্রকৃতির ব্যথা, অর্থ্যাৎ কিছুক্ষন পর পর ব্যথা, মুখমন্ডল আরক্তিম, মাথা উত্তপ্ত, চোখ মুখ যেন জ্বল জ্বল করে মাথা নাড়লে ব্যথা আরো বাড়ে, শুধু টুপীতে বা কাপড়ে আবৃত রাখলে আরাম পায় লক্ষনে বেলেডোনা Belladonna Homeopathy medicine , কার্য্যকর। মাথায় ঠান্ডা বাতাস লেগে ব্যথা, মাথা আবৃত রাখতে পারে না, বাতাস লাগলে বা ঠান্ডা প্রয়োগে শীতরোধ হলেও মাথাব্যথা কমে, আর্সেনিক জ্ঞাপক মাথাব্যথায় জ্বালাসহ বিদ্ধবৎ যন্ত্র...